বন্যার্তদের ত্রাণ ও পুনর্বাসনের জন্য ময়মনসিংহের গফরগাঁও উপজেলা শিক্ষক সমিতির পক্ষ থেকে নগদ এক লক্ষ টাকা প্রদান করা হয়েছে। বুধবার (২৮ আগস্ট ) দুপুরে গফরগাঁও উপজেলা শিক্ষক সমিতির পক্ষ থেকে শিক্ষক ও কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান, শিক্ষক সমাজের অবিসংবাদিতা নেতা অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার হাতে নগদ এক লক্ষ টাকা তুলে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা শিক্ষক সমিতির সভাপতি এস এম মোমতাজ উদ্দিন, গফরগাঁও উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ আলাউদ্দিন ও সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম প্রমুখ।