নাটোরের সিংড়ায় জননী ডায়াগনস্টিক সেন্টারের এক লাখ টাকা অর্থদন্ড আদায় করা হয়েছে। বুধবার বিকেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই অর্থদন্ড করেন ইউএনও হা-মীম তাবাসসুম প্রভা। উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এএসএম আলমাস প্রমূখ। ইউএনও হা-মীম তাবাসসুম প্রভা বলেন, জননী ডায়াগনস্টিক সেন্টারের বিভিন্ন অনিয়মের কারণে মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এই অর্থদন্ড করা হয়েছে।