পুঠিয়ায় উপজেলার অধিকাংশ কর্মকর্তার অফিস কক্ষে এয়ারকন্ডিশন (এসি) থাকায় সাধারণ মানুষ প্রবেশ করতে পাঁচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। অপরদিকে সরকার এসির জন্য প্রতিমাসে অতিরিক্ত বিদ্যুৎ বিল দিতে হচ্ছে। উপজেলায় ৪২টি প্রথম শ্রেনির কর্মকর্তার কার্যালয় রয়েছে। এর অধিকাংশ কর্মকর্তাদের নিজের কক্ষে এসি স্থাপন রয়েছে। সংশ্লিষ্ট অফিসের সূত্র বলছে,কর্মকর্তারা নিজেদের শরীর আরাম আয়েশ রাখার জন্য কর্মকর্তারা এসি করেছেন। সাধারণ খেটেখাওয়া মানুষ কে অফিসে আসল তা কর্মকর্তাদের দেখার সময় নেই। গত ১৫ বছর ধরে কর্মকর্তারা বিভিন্ন ভাবে সরকারের টাকা লুটপাট করে আসছে। গত সরকার ছিল আমল নির্ভর সরকার। তাই সর্বস্থানে দুর্নীতি করা হয়েছে। পুঠিয়া সদরের জাব্বার হোসেন বলেন, যে অফিসগুলোতে এসি করা হয়েছে। সে অফিসগুলো দুর্নীতির আখড়া। দুর্নীতি করা টাকা ঘুষ লেনদেন করার জন্য কাঁচের দরজা দিয়ে রেখেছেন। যাতে কেউ হুট করে তাদের নিকটে যেতে না পারে। সুমন পারভেজ বলেন,গ্রামের সাধারণ মানুষ দরজা বন্ধ দেখলে ঘুরে বাড়ি চলে যায়। আবার কেউ অনেকক্ষন ধরে দরজা খোলার অপেক্ষা বসে থাকে। সে আরো বলেন,কর্মকর্তাদের অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার করার বিল দিতে হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট অফিসের কর্মচারী বলছেন, কোনো কোনো কর্মকর্তা চালাকি করে আবার বিদ্যুৎ বিল সমন্বয় করে দীর্ঘদিন ধরে জমা দিয়ে আসছেন। যেসব কর্মকর্তাদের অফিস কক্ষ এসি করা রয়েছে, তা হলো,উপজেলা কৃষি কর্মকর্তা,মৎস কর্মকতা,প্রাণী সম্পদ কর্মকতা,হিসাব রক্ষণ কর্মকতা,প্রাথমিক শিক্ষা কর্মকতা, মাধ্যমিক শিক্ষা কর্মকতা, থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি), পরিবার পরিকল্পনা কর্মকতা,ভেটিরিনারী সার্জন কর্মকতা,প্রকল্প বাস্তবায়ন কর্মকতা,সাবরেজিষ্ট্রার কর্মকতা,স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা, নির্বাচন কর্মকতা,স্থানীয় সরকার বিভাগের সকল প্রকৌশলীর কক্ষসহ অধিকাংশ কর্মকর্তার এয়ারকন্ডিশন (এসি) রয়েছে। উপজেলার বৈষম্য বিরোধী ছাত্ররা বলছেন,কয়েক দিনের ভিতরে আমরা উপজেলা গিয়ে কর্মকর্তাদের কক্ষ পরিদর্শন করব এবং সাধরণ মানুষ এসি কক্ষের কারণে কোনো ভাবে ভোগান্তির শিকার হচ্ছে কিনা তা দেখবো। তারপর কর্মকর্তাদের বিরুদ্ধে দাঁড়াবো। দেশে অসৎ কর্মকর্তাদের জন্য দীর্ঘদিন ধরে বিদ্যুৎতের ঘাটতি হয়ে আসছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম নুর হোসেন নির্ঝর যুগান্তরকে বলেন,উপজেলার কর্মকর্তারা কিভাবে নিজেদের কক্ষে (এয়ারকন্ডিশন) এসির বিদ্যুৎ বিল দিয়ে আসছেন তা আমার জানা নেই। তবে সাধারণ মানুষ যাতে ভোগান্তির শিকার না হয়। সেজন্য একজনকে দরজায় রাখা দরকার।