রংপুরের পীরগাছা উপজেলার পারুল ইউনিয়নের চেয়ারম্যানের অনুপস্থিতিতে প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন ইউপি সদস্য নুরুল আমিন। বুধবার তিনি দায়িত্বভার গ্রহন করেন। এসময় তিনি পারুল ইউনিয়নবাসীর সুখে-দু:খে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
জানা গেছে, আওয়ামীলীগ সরকারের পতনের পর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব তোফাজ্ঝল হোসেন আর ইউনিয়ন পরিষদে আসছেন না। তিনি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হওয়ায় সাধারণ ছাত্ররা তার পদত্যাগ দাবি করে বিক্ষোভ মিছিল করেন। ফলে চেয়ারম্যান আত্মগোপন করায় ইউনিয়ন পরিষদের কার্যক্রমে জটিলতা সৃষ্টি হয়।
এ অবস্থায় ইউপি চেয়ারম্যান, ৯ ইউপি সদস্য-সদস্যা ও সচিব মিলে সাধারণ সভা করে রেজুলেশনের মাধ্যমে দুই বারের নির্বাচিত ইউপি সদস্য নুরুল আমিনকে প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেয়া হয়। পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করে ইউপি চেয়ারম্যান তোফাজ্ঝল হোসেনের অনুপস্থিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহন করেন নুরুল আমিন। এসময় সকল সদস্য-সদস্যা ও গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
চেয়ারম্যানের দায়িত্ব পাওয়া নুরুল আমিন বলেন, আমি সততা ও নিষ্ঠার সাথে কাজ করেছি বলে দুই বার ইউপি সদস্য নির্বাচিত হয়েছি। এখন যে দায়িত্ব পেলাম, তা নিজের মেধা-শ্রমকে কাজে লাগিয়ে সততার সাথে ইউনিয়ন বাসীর পাশে থাকবো। এজন্য সকলের সহযোগিতা কামনা করছি।
এদিকে নুরুল আমিন প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন শ্রেণিও পেশার মানুষ।