রংপুরের পীরগাছা উপজেলার পাওটানাহাটে সাথী মজলিস পাবলিক লাইব্রেরী নিয়ে দায়ের করা মামলা প্রত্যাহার, ইউপি চেয়ারম্যানের পদত্যাগসহ ৮ দফা দাবিতে সকাল থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। বুধবার সকাল থেকে পাওটানাহাট-রংপুর সড়কের কাশিয়াবাড়ি উচ্চ বিদ্যালয়ের সামনে তারা সড়কে গাছে গুল রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করে শ্লোগান দিতে থাকেন।
জানা গেছে, পাওটানাহাটে সাথী মজলিস পাবলিক লাইব্রেরী নিয়ে সম্প্রতি দুপক্ষের মাঝে দ্বন্দ সৃষ্টি হয়। এ নিয়ে ১৭ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন সাথী মজলিসের সভাপতি ও ইউপি চেয়ারম্যান নাজির হোসেন। এ মামলা প্রত্যাহার, ইউপি চেয়ারম্যানের পদত্যাগ, কমিটি বিলুপ্তি ঘোষণা, দোকান ভাড়া ও জামানতের হিসাব দাখিল, ২৭ বছরের আয়-ব্যায়ের হিসাব প্রদান, কাশিয়াবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলামের পদত্যাগসহ নানা দাবি তুলে ধরা হয়। এতে বক্তব্য দেন, সাগর মিয়া, সুমন মিয়া, রিমন, শাকিল, সাইফুল ইসলাম ও সোহেল মিয়া। দাবি না মানা হলে তারা দুর্বার আন্দোলনের ঘোষনা দেন।