রংপুরের পীরগাছা উপজেলার নটাবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবিরের পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বিদ্যালয় এর শিক্ষার্থী ও এলাকাবাসী। বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশে প্রাত্তন শিক্ষার্থী, বর্তমান শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সাধারণ মানুষ অংশ নেন।
স্থানীয় এলাকাবাসী জানান, প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির নানা অনিয়ম-দুণীতির সাথে জড়িত। তিনি যোগদানের পর থেকে নিজের আত্মীয়-স্বজন দিয়ে পকেট কমিটি গঠন করে নিয়োগ বানিজ্যসহ নানা অনিয়মের সাথে জড়িত। তার একক অধিপত্ত ও ক্ষমতাধীন দলের লোকজনের ছত্রছায়ায় বিদ্যালয়টির সুষ্ঠু পারিবেশ বিঘ্ন হচ্ছে এবং দিন দিন শিক্ষার্থী কমে যাচ্ছে।
এলাকাবাসী জয়নাল আবেদীন, রফিক মিয়া বলেন, বিদ্যালয়টি পারিবারিক বিদ্যালয়ে পরিণত হয়েছে। প্রধান শিক্ষক ক্ষমতার প্রভার খাটিয়ে তার পরিবারের লোকজন ও আত্নীয়-স্বজনদের বিভিন্ন পদে নিয়োগ দিয়ে সরকারি টাকা লুটপাট করে খাচ্ছেন।
ম্যানেজিং কমিটির সদস্য লাল মিয়া বলেন, প্রধান শিক্ষক শুধ আমাদের কাছে স্বাক্ষর নিতেন। পরে যোগদানের সময় আমরা জানতে পারতাম তিনি নিয়োগ পেয়েছেন। এছাড়া আমরা কিছু জানিনা। তিনি আরো বলেন শিক্ষার্থী ও এলাকাবাসীর এই আন্দোলন যৌত্তিক। আমি তার পদত্যাগ দাবি করছি।
বুধবার প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বিদ্যালয়ে আসেননি। এ বিষয়ে জানতে তার মোবাইল ফোনে বেশ কয়েক বার যোগাযোগ করা হলেও তার ফোন বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি।