বরিশালের আগৈলঝাড়ায় বেসরকারী এনজিও বাংলাদেশ মিশন সার্ভিস’র দুই গ্রুপের বিরোধের কারণে ১২ জন কর্মকর্তা ও কর্মচারীরা নিয়মিতবেত পেলেও ১৬ জন কর্মকর্তা ও কর্মচারীরা পাঁচ মাস ধরে বেতন না পেয়ে তারা মাবেতর জীবনজাপন করছে। বুধবার দুপুরে বাংলাদেশ মিশন সার্ভিস বর্তমান নাম ডক্টর জন নিহার রঞ্জন বিশ্বাস সেমিনারী এ- ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে এনজিও চত্তরে ১৬ জন কর্মকর্তা-কর্মচারী তারা তাদের বকেয়াবেতন পাবার দাবিতে মানববন্ধন করেছে।
বেতন বঞ্চিত কর্মকর্তা ও কর্মচারীরা জানান, মিশন সার্ভিস নামে একটি এনজিও দীর্ঘদিন ধরে সামাজিক কাজ করে আসছে। তাদের এনজিওতে ২৮জন কর্মকর্তা ও কর্মচারী কর্মরত রয়েছে। এনজিও’র পরিচালক নিহার রঞ্জনের মৃত্যুর পরে তার স্ত্রী নওমী এন বিশ্বাস পরিচালনা করে আসছে।
এনজিও ম্যানেজার মঞ্জু বালার, ডেভেলমেন্ট কর্মকতা মাজহারুল ইসলাম নিপু তাদের বক্তব্যে বলেন, নওমী এন বিশ্বাস এনজিও পরিচালনার দায়িত্ব নেওয়ার পরই আগৈলঝাড়া আস্করের বাংলাদেশ মিশন সার্ভিস বর্তমান নাম ডক্টর জন নিহার রঞ্জন বিশ্বাস সেমিনারী এ- ডেভেলপমেন্ট প্রোগ্রাম কর্মকর্তা ও কর্মচারীরা দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এ গ্রুপের নেতৃত্বে রয়েছে ওই এনজিওর ম্যানেজার মঞ্জু বালা ও আরেক গ্রুপের নেতৃত্বে দেন বর্তমান স্থানীয় পরিচালক মিল্টন বিশ্বাস। এর পরে মিল্টন গ্রুপের ১২জন কর্মকর্তা ও কর্মচারীরা বেতন পেলেও মঞ্জুবালা গ্রুপের ১৬জন কর্মকর্তা-কর্মচারীর বেতন বন্ধ হয়ে যায়।
দরিদ্র ১৬জন কর্মকর্তা-কর্মচারীরা ৫ মাস ধরে বেতন না পেয়ে তারা মানবেতর জীবন যাপন করছে। ওই সভায় আরো বক্তব্য রাখেন, এনজিও কর্মচারী প্রহীত আশীষ হালদার, ধলু ভাঙ্গা, আলি কর্মকার, লাকী মিত্র ও রঞ্জন রায়সহ প্রমুখ।
এব্যাপারে আগৈলঝাড়া আস্কর বাংলাদেশ মিশন সার্ভিস প্রধান মিল্টন বিশ্বাস বলেন, মাজহারুল ইসলাম নিপু বাদী হয়ে আমাকেসহ কয়েকজন কর্মচারী বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে। ওই মামলা এনজিও’র পরিচালক নওমী এন বিশ্বাস তুলে নিতে তাদের অনুরোধ করলেও তারা মামলা তুলে নেয়নি। এছাড়াও এনজিও’র কর্মকর্তা-কর্মীচারীদের বেতনের ৭ লক্ষ টাকা ব্যাংক থেকে মঞ্জু বালা ও মাজহারুল ইসলাম নিপু তুলে নিয়ে আত্মৎসাত করেন। একারনে কর্মচারীদের বেতন বন্ধ রয়েছে। এনজিও’র পরিচালক নওমী এন বিশ্বাস আমেরিকায় থাকার কারণে তার বক্তব্য পাওয়ায়নি।