রাস্ট্র কাঠামো ও নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার করে সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি চালু করার দাবীতে ময়মনসিংহের গফরগাঁও শাখার সিপিবির উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয় গত ২৭ আগস্ট, মঙ্গলবার সন্ধ্যায় দুগাছিয়া মোড়ে স্থানীয় সিপিবি সমর্থক খোরশেদ আলমের সভাপতিত্বে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) গফরগাঁও উপজেলা শাখার সম্পাদক কমরেড অ্যাডভোকেট সাইফুস সালেহীন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শাখার সিপিবির সদস্য সাফায়েত হোসেন শিপু ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক এইচ এম ইয়াসিনুল আরাফাত প্রমুখ। প্রধান অতিথি কমরেড অ্যাডভোকেট সাইফুস সালেহীন ৫ আগস্ট ছাত্র -জনতার অভ্যুত্থানের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, দীর্ঘদিনের চেপে বসা স্বৈরাচারী শাসনের অবসান হলেও রাস্ট্র এখনো পূর্ণ গণতান্ত্রিক হয়নি। পুরো রাষ্ট্রের আমূল সংস্কার করে সংখ্যানুপাতিক পদ্ধতিতে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার দাবী জানান তিনি।
একই সাথে তিনি গফরগাঁওয়ের সর্বস্তরের জনগণকে সিপিবির পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে আগামীতে নির্বাচনী লড়াইয়ের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান। বৈঠক শেষে মো: আলমকে সভাপতি, মনির হোসেনকে সাধারণ সম্পাদক ও ইব্রাহিম খলিলকে সাংগঠনিক সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট সিপিবি কর্মী গ্রুপ গঠন করা হয়।