ময়মনসিংহের গফরগাঁওয়ে ইউনিয়ন ভিত্তিক জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত এক সপ্তাহে ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে উপজেলার রসুলপুর, যশরা, বারবাড়ীয়া ও গফরগাঁও ইউনিয়নে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা জামায়াতের আমির মাওলানা ঈসমাইল হোসেন সোহেল। এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওঃ আশরাফুল ইসলাম, পৌরসভা জামায়াতের সভাপতি মাওলানা সাইফুল ইসলাম ও সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক শামীম, রসুলপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ মাইনুদ্দিন, যশরা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, বারবাড়ীয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি আরিফুল ইসলাম, গফরগাঁও ইউনিয়ন জামায়াতের সভাপতি জুবায়ের আহমেদ ও তানভীর আহমদ খলিল প্রমূখ।