মোঃ আমারুল গাজীর পুত্র মোঃ সাদ্দাম হোসেনকে প্রধান আসামি করে ২১ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাত আরো ৫/৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত মঙ্গলবার (২৭ আগষ্ট) দিঘলিয়া থানায় মামলা হয়েছে।
উক্ত মামলায় বাদি হয়েছেন উপজেলার চন্দনীমহল গ্রামের আঃ সালাম মোল্যার পুত্র স্থানীয় বিএনপি কর্মী মোঃ জাহিদুল মোল্যা। মামলা নং-১২,তাং-২৭/৮/২৪। ধারা ১৪৩/৩২৩/৩২৬/৩০৭/১১৪ পেনাল কোড ১৮৬০ তৎসহ ৩/৪ বিষ্ফোরক দ্রব্যাদি আইন ১৯০৮। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দের নামে মামলা এ মামলা রুজু করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, চলতি মাসের ৫ আগস্ট তারিখ দুপুর ১২ টার সময় জাহিদুল মোল্যা দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে সৈরাচারী হাসিনা সরকারের পতন আন্দোলনে যোগদান করার জন্য খুলনা শিব বাড়ি মোড়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে চন্দীমহল খেয়াঘাট পৌঁছালে উল্লিখিত আসামিরা উপস্থিত লোকজনের ওপর লাঠিসোটা, ইটপাটকেল, রামদাসহ আগ্নেয়াস্ত্র নিয়ে তাদের ওপর চড়াও হয়। তাদের হামলায় মামলার বাদী জাহিদুল মোল্যাসহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়।