দেশের সরকার (৫ আগষ্ট) পতন হলে রূপসা-বাগেরহাট বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির (রেজিঃ নং ৪৩৭) এর সকল কার্মকর্তাদের পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। যার কারণে মালিক সমিতি কর্মকর্তা শুন্য হয়ে পড়েছে।
ফলে সাত আগস্ট হতে বাস মালিকদের সর্ব সম্মত সিদ্ধান্ত অনুযায়ী একটি সমন্বয়ক কমিটির মাধ্যমে গাড়িগুলো সুশৃংখল ভাবে পরিচালনা করে আসছেন।
কিন্তু পলয়নকৃত সেই সব কর্মকর্তদের দোসর যারা কমিটির সংঘে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে সম্পৃক্ত থেকে মালিকদের ব্যবসায়ীক স্বার্থ ক্ষুন করেছে তারা আবারও সমিতিতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।
যার কারণে বর্তমানে গঠনতন্ত্রের নির্দেশনা মোতাবেক এডহক কমিটি গঠন ও নির্বাচন পরিচালনা পরিষদ গঠনের লক্ষে বৃহস্পতিবার (২৯ আগষ্ট) সকাল ১১ টায় সমিতির পূর্ব রূপসা কার্যালয়ের বিশেষ সাধারন সভার আহবান করা হয়েছে। এ বিষয়ে সদয় অবগতি ও স্বার্বিক সহযোগিতা গ্রহনের জন্য বিভিন্ন দপ্তরেও অনুলিপি প্রেরণ করা হয়।
প্রধান সমন্নয়ক মোল্লা সাইফুর রহমান ও সমন্নয়ক মো. ইসমাইল হোসেন এর স্বাক্ষরিত গ্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।