শৈলকুপায় সিরাজ নামের এক যুবক বিষপান করে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে বুধবার ভোর সকালে। নিহত সিরাজ হাবিবপুর গ্রামের আকামত মন্ডলের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে মঙ্গলবার সন্ধ্যায় সিরাজ কাউকে না বলে বাড়ি থেকে বের হয়ে চলে আসে। তাকে না পেয়ে পরিবারের সদস্যরা খুঁজতে থাকে। এর মধ্যে জানতে পারে সিরাজ বিষ পান করে কবিরপুর অজ্ঞতা স্থানে পড়ে আছে সেখান থেকে এলাকাবাসী উদ্ধার করে শৈলকুপা হাসপাতালে নিয়ে এসে চিকিৎসার জন্য ভর্তি করে। চিকিৎসারত অবস্থায় বুধবার ভোরে হাসপাতালে মারা যায়।এ ব্যাপারে নিহত সিরাজের বাবা আকামত মন্ডল জানাই কি কারনে আমার ছেলে বিষ পান করে আত্মহত্যা করলো আমরা কিছুই জানি না। এ ব্যাপারে শৈলকুপা থানার সেকেন্ড অফিসার এস আই আব্দুল জলিল জানান সিরাজ নামে এক ব্যক্তি বিষপান করে হাসপাতালে আত্মহত্যা করেছে এ ব্যাপারে শৈলকূপা থানায় একটি জিডি হয়েছে।