নীলফামারী সদরের দুহুলী আলিম মাদ্রাসার অধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল বের করা হয়। ওই অধ্যক্ষের বিরুদ্ধে মাদ্রাসার অর্থ আত্বসাৎ,নিয়োগ বাণিজ্য,শিক্ষক-শিক্ষিকাদের উপর অন্যায়ভাবে চাপ, স্বেচ্ছাচারী,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরোধীতার অভিযোগ করা হয়। অবৈধভাবে নিয়োগ পাওয়া অধ্যক্ষ আবদুল ওয়াজেদের পদত্যাগ চাই, করতে হবে এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। ২৮ আগস্ট বিদ্যালয়ের সামনে প্রাক্তন-বর্তমান ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দ ও এলাকাবাসীর আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ে সহকারী শিক্ষক আবদুস সালাম, সহ অত্র বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দরা।