ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্স এর ৭টি গণমাধ্যম কার্যালয়ে সন্ত্রাসী হামলা ও ভাংচুরের প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন করেছে সংবাদ কর্মীরা। বুধবার সকাল ১১ টায় প্রেসক্লাব সড়কে এ মানববন্ধন করা হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনকালে সাংবাদিকরা তাদের বক্তব্যে ওই হামলার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন। এসময়ে বক্তব্য রাখেন েিপারাজপুর প্রেসক্লাব সম্পাদক বাংলাদেশ প্রতিদিন ও যমুনা টিভির জেলা প্রতিনিধি টএস এম তানভীর আহদে, আমাদের সময় জেলা প্রতিনিধি খালিদ আবু, যায়যায় দিন প্রতিনিধি জহিরুল হক টিটু, বনিক বার্তা প্রতিনিধি আরিফ মোস্তফা, পিরোজপুর কথার নির্বাহী সম্পাদক খেলাফত হোসেন খসরু, বাংলা টেলিভিশন প্রতিনিধি ইমাম হোসেন মাসুদ, নিউজ টোয়েন্টিফোর প্রতিনিধি গোলাম মোস্তফা প্রমুখ।