জেলার উজিরপুর উপজেলার সাতলা এলাকার আলোচিত জোড়া খুনের ঘটনায় ইউপি চেয়ারম্যান, আওয়ামী লীগ, যুবলীগ ও বিএনপি নেতাসহ ২৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি এজাহারভুক্ত একজন আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছেন।
বুধবার সকালে মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে উজিরপুর মডেল থানার ওসি (তদন্ত) মোঃ তৌহিদুজ্জামান জানান, নিহত ইদ্রিস হাওলাদারের স্ত্রী রেশমা বেগম বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি কবির বিশ্বাসকে গ্রেপ্তার করেছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।
সূত্রমতে, মামলার এজাহারভুক্ত ২৬ আসামির মধ্যে উল্লেখযোগ্যরা হলেন, সাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শাহিন হাওলাদার, যুবলীগ নেতা আসাদ হাওলাদার, কিবরিয়া হাওলাদার এবং ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস হাওলাদার। এ ছাড়া আরো ১০/১২ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। উল্লেখ্য, মাছের ঘের নিয়ে দ্বন্ধের জেরধরে গত ২৪ আগস্ট দিবাগত রাতে সাতলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস হাওলাদার ও তার চাচাতো ভাই সাগর হাওলাদারকে পরিকল্পিতভাবে কুপিয়ে গুরুত্বর জখম করে সন্ত্রাসীরা। তাদের উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় আহত দুইজনের মৃত্যু হয়।