বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একান্ত সচিব (পিএস) পরিচয়ে সাবেক দুই সংসদ সদস্যর কাছে চাঁদা দাবির অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো-জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার বাসিন্দা হারুন হাওলাদারের ছেলে মোঃ শাহীন (৪০) ও বাগেরহাটের মোড়েলগঞ্জ থানার আবদুস সালামের ছেলে সৈয়দ রিয়াজুল ইসলাম (৩৫)। তারা দুইজনেই বরিশাল নগরীর ৫ নম্বর ওয়ার্ডের পলাশপুর বস্তির ৮ নম্বর রোডের ভাড়া বাসায় থাকতেন।
বুধবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) সোহেল মোল্লা জানান, ডিজিটাল যন্ত্রের সহায়তায় আসামিদের লোকেশন ট্রাক করে বাবুগঞ্জ থেকে উল্লিখিত দুইজনকে গ্রেপ্তারের পর তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অভিযানে যে সিমকার্ড ব্যবহার করে চাঁদা দাবি করা হয়েছিল তা গ্রেপ্তারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বাবুগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
সূত্রমতে, বিএনপির মহাসচিবের একান্ত সচিব পরিচয়ে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সাবেক এমপি ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু এবং বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সাবেক এমপি রত্না আমিনের মোবাইল ফোনে একটি নম্বর থেকে গত কয়েকদিন ধরে ফোন করে মোটা অংকের টাকা চাঁদা দাবি করা হচ্ছিল। সূত্রে আরও জানা গেছে, গ্রেপ্তারকৃতরা বিএনপির রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত রয়েছেন।