অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য শাহে আলমের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার সকালে দুদক সূত্রে জানা গেছে, সাবেক এই সাংসদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। যেকারণে মঙ্গলবার (২৭ আগস্ট) থেকে দুদক কর্মকর্তারা অনুসন্ধান শুরু করেছেন।