জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদককে ফিল্মি স্টাইলে অপহরণ করে একটি ফ্ল্যাটে নিয়ে বিবস্ত্র করে এক নারীর সাথে আপত্তিকর ছবি ধারণের পর ২০ লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগ পাওয়া গেছে। তিনি বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রার্থী হিসেবে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত নির্বাচনে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বুধবার সকালে সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান মোহাম্মদ মোর্শেদ সাংবাদিকদের জানিয়েছেন, মঙ্গলবার বিকেল তিনটার দিকে নগরীর অক্সফোর্ড মিশন রোড থেকে তাকে অপহরণ করা হয়। তিনি আরও জানান, আদালতের কার্যক্রম শেষে মোটরসাইকেলযোগে তিনি নিজ বাসভবনের দিকে যাচ্ছিলেন। অক্সফোর্ড মিশন রোড মসজিদের সামনে পৌঁছলে অজ্ঞাতনামা ৭/৮ জন দুর্বৃত্ত তার মোটরসাইকেলের গতিরোধ করে। এ সময় তারা ভয়ভীতি প্রদর্শন করে চারটি মোটরসাইকেল মহড়ায় অক্সফোর্ড মিশন রোডের মুসলিম গোরস্থানের বিপরীর পাশের একটি বাড়ির দ্বিতীয় তলার ফ্ল্যাটে নিয়ে যায়। নির্জন ফ্ল্যাটের একটি অন্ধকার কক্ষে নিয়ে তাকে বেধড়ক মারধর করা হয়। পরবর্তীতে অপহরণকারীরা জোরপূর্বক তাকে বিবস্ত্র করে অচেনা একটি নারীকে পাশে বসিয়ে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে। ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।
তিনি আরও জানান, অপহরণকারীদের চেকের মাধ্যমে টাকা পরিশোধের প্রলোভন দিয়ে তিনি আইনজীবী সমিতির নিজ কক্ষে এসে পুলিশকে বিষয়টি অবহিত করেন। তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসা তালাবদ্ধ পেয়েছে। তবে তারা জানতে পেরেছেন পলিন নামে এক ব্যক্তি ওই ফ্ল্যাটের ভাড়াটিয়া। এ ঘটনায় ওইদিন রাতেই কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কোতোয়ালি মডেল থানার ওসি মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনার তদন্ত চলছে। আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি অভিযুক্ত ভাড়াটিয়া পলিনের ব্যবহৃত ফোন নম্বরে একাধিকবার যোগাযোগ করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। অপরদিকে একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, চাকরির প্রলোভনে শিক্ষানবিশ এক নারী আইনজীবীকে কু-প্রস্তাব দিয়েছিলেন অ্যাডভোকেট খান মোঃ মোর্শেদ। বরিশাল ল কলেজে অধ্যায়নরত ওই নারী শিক্ষার্থীকে কু-প্রস্তাব দেওয়ার বেশ কিছু ভিডিও, ছবি ও কথোপকথনের চ্যাটিংয়ের স্ক্রীনশর্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরেছে। সূত্রে আরও জানা গেছে, মঙ্গলবার বিকেলে ওই নারী শিক্ষার্থীর সাথে দেখা করতে চাইলে নগরীর অক্সফোর্ড মিশন রোডস্থ একটি বাসায় ডেকে নেন অভিযুক্ত খান মোর্শেদকে। এ সময় ওই নারী মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ন আহ্বায়ক আরিফুল ইসলাম জনির সহায়তায় ফাঁদ পেতে আইনজীবীকে উলঙ্গ অবস্থায় আটক করে টাকা দাবি করে। তবে এ অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন আইনজীবী খান মোঃ মোর্শেদ।