চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া মমতাজ বেগম স্কুল এ- কলেজের প্রধান শিক্ষককে পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিদ্যালয় প্রাঙ্গনে বিক্ষোভ করেন। বুধবার আন্দোলনকারী দশম শ্রেনীর বানিজ্য বিভাগের শিক্ষার্থী ইফতেখার হোসেন ও রুপসাা সুলতানা রাইসা বলেন প্রধান শিক্ষক শিক্ষার্থীদের সাথে খারাপ আচোরণ, ক্লাসে অনুপ্িস্থত থাকলে ৩০ টাকা এবং বিদ্যালয় থেকে ক্লাস শিক্ষককে না জানিয়ে চলে গেলে ৫০ টাকা করে জরিমানা আদায় করা হয়। এ ছাড়া ও পরীক্ষায় অকৃতকার্ষ শিক্ষার্থীদেরকে বিনা রশিদে প্রতি বিষয়ে ১শত টাকা আদায় করার অভিযোগে প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে সকল শিক্ষার্থীরা ক্লাস বর্জন করেছেন। নাম প্রকাশে অনিইচ্ছুক ওই বিদ্যালয়ের এক শিক্ষক বলেন শিক্ষার্থীদের দাবি অযুক্তিক। এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন বলেন আমি কোন অন্যায় বা অপরাধমূলক কোন কাজ করিনি। পিছনে কেউ কলকাটি নাড়ছে বলে জানান।