চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় ট্রাকসহ দুই মহিষ চোরকে আটক করেছে পুলিশ। বুধবার ভোর রাতে উপজেলার হাশিমপুর ইউনিয়নের ভান্ডারী পাড়ার হেলাল উদ্দিনের গোয়াল ঘর থেকে দুইটি মহিষ চুরি করে ট্রাকে তোলার সময় স্থানীয় লোকজন ধাওয়া করে দুইজনকে হাতে নাতে ধরে থানা পুলিশে সোপর্দ করে।আটককৃতরা হলো-আনোয়ারা এলাকার সাহেব মিয়ার ছেলে এরশাদ (৩৮) ও বাশঁখালী বাহার ছড়া এলাকার রশিদ আহমদের ছেলে মো: হাসান(৩৫)। পুলিশ ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসেন। চন্দনাইশ থানার তদন্ত কর্মকর্তা যুগছ যষ চামকা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।