পাথরের নিচে লুকিয়ে আনা ৩০০বস্তা অবৈধ ভারতীয় চিনিসহ একটি ট্রাক আটক করেছে পাবনার সুজানগর থানা পুলিশ। গত মঙ্গলবার বিকালে পাবনা-নগরবাড়ী মহাসড়কের সুজানগর উপজেsলাধীন বদনপুর নামক স্থান থেকে ওই ট্রাক আটক করা হয়।
সুজানগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জালাল উদ্দিন বলেন মঙ্গলবার বিকাল ৬টার দিকে একটি ট্রাক সিলেট থেকে পাথরের নিচে লুকিয়ে ৩০০বস্তা অবৈধ ভারতীয় চিনি নিয়ে পাবনা শহরে যাচ্ছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে টহলরত সুজানগর থানা পুলিশ ওই স্থান থেকে ট্রাকটি আটক করে। একপর্যায়ে ত্রিপল দিয়ে ঢাকা ট্রাকটি তল্লাশী করে উপরে সামান্য কিছু পাথরের দেখা মিললেও ভিতরে পাওয়া যায় ৩০০বস্তা অবৈধ ভারতীয় চিনি। তবে এ সময় ট্রাক চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। চিনি গুলো জব্দ করা হয়েছে। এ ব্যাপারে সুজানগর থানায় একটি মামলা হয়েছে বলে।