ময়মনসিংহের গফরগাঁওয়ে 'রাখব চারপাশ পরিস্কার, করবো ডেঙ্গু প্রতিকার' এ প্রতিপাদ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি ও এলাকায় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট ) সকালে উপজেলার ভাষা সৈনিক শহীদ আঃ জব্বার সরকারি প্রাথমিক বিদ্যালয় আয়োজনে এবং ইউনিসেফ অর্থায়নে বিদ্যালয় রুমে এ সভা অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক এ কে এম হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- সহকারী শিক্ষক জহির উদ্দিন, শাহনাজ বেগম, শামিমা আক্তার ও মাকসুদা বেগম, অভিভাবকদের মধ্যে ফরিদুজ্জামান রোমান ও রুনা আক্তার প্রমুখ। আলোচনা শেষে প্রধান শিক্ষক এ কে এম হাবিবুর রহমান উপস্থিত সকলের মাঝে ডেঙ্গু সচেতনতামূলক, প্রতিকারমূলক ও প্রতিরোধমূলক লিফলেট বিতরণ করেন। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, এসএমসি, পিটিএ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।