নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আবদুল হান্নান মাসুদ। মঙ্গলবার (২৭ আগষ্ট) দুপুরে হাতিয়া প্রেস ক্লাবের মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় সাংবাদিকরা হাতিয়ার পূর্বের পরিস্থিতি ও বর্তমান প্রেক্ষাপটের বিভিন্ন বিষয় তুলে ধরেন।
হাতিয়া প্রেসক্লাবের আহ্বায়ক জি এম ইব্রহিমের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সমন্বয়ক আবদুল হান্নান মাসুদ, প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক মো. ইফতেখার হোসেন তুহিন বুড়িরচর আহমদিয়া আলিম মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক ও সমন্বয়ক আবদুল হান্নানের পিতা মাও: মো. আবদুল মালেক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক মো: তানবীর শরীফ প্রমূখ। প্রধান অতিথির বক্তব্যে সমন্বয়ক আবদুল হান্নান মাসুদ বলেন, প্রেসক্লাব শুধুমাত্র রাজনৈতিক নিউজ কাভারেজ করে না, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন হিসেবে মানুষের মনস্তাত্তিক বিকাশেও কাজ করে। সমাজের বিভিন্ন পর্যায়ে তথা হাতিয়ার বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরগুলোতে লুটপাট, অনিয়ম ও দুর্নীতির অনুসন্ধান করে তা জাতির সামনে তুলে ধরার আহবান জানান তিনি।
হাতিয়া উপজেলার বিভিন্ন সমস্যা সম্ভাবনা ও এর যাবতীয় সংস্কারকল্পে ছাত্র জনতার প্রকৃত ও প্রয়োজনীয় বিষয়গুলো জাতীয় পর্যায়ে তুলে ধরার আলোক বিশদ ব্যাখ্যা ও দিকনির্দেশনা মূলক দিক আলোকপাত করা হয়। এ সময় প্রেস ক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি, ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সহ সমন্বয়ক বৃন্দ উপস্থিত ছিলেন।