খুলনার উদয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (সাময়িক বরখাস্তকৃত) সহকারী শিক্ষক কিরীটী রায় এর বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিদ্যালয়ের ৫ শিক্ষক এবং অভিভাবক ও এলাকাবাসীর পক্ষ থেকে ৯ জন ও ১৩ জনের স্বাক্ষরিত সন্তানদের নিরাপত্তা ও বিদ্যালয়ের সু-শৃঙ্খল পরিবেশ বজায় রাখতে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ করা হয়েছে। সেই সাথে বিভিন্ন দপ্তরে অনুলিপি প্রদান করা হয়। যার কারণে ওই শিক্ষককে প্রাথমিক পর্যায়ে (সাময়িক বরখাস্ত) করা হয়।
ফলে উপর্যুক্ত বিষয় ও সূত্র অনুযায়ী অভিযুক্ত ওই শিক্ষকের বিরুদ্ধে রঞ্জুকৃত বিভাগীয় মামলার তদন্ত এবং দশ কার্যদিবসের শুনানির শেষ তারিখ (২৯ আগষ্ট) বৃহস্পতি সকাল ১০ টায় ওই উদয়ন স্কুলে অনুষ্ঠিত হবে। তদন্তকারী কর্মকর্তা তেরখাদা উপজেলা শিক্ষা অফিসার এস এম মতিয়ার রহমান এ মামলাটি তদন্ত করবেন। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ মোতাবেক বিভাগীয় মামলার লিখিত অভিযোগনামায় বলা হয়েছে, নগরীর উদয়ন স্কুলের বরখাস্তকৃত সহকারী শিক্ষক কিরীটী রায় বিদ্যালয়ের পাঠদানসহ সুষ্ঠু কর্মপরিবেশ বজায় রাখতে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন বলে অভিযোগ উঠেছে।
এমনকি বিদ্যালয়ের নারী সহকর্মীদের সাথে অশোভন আচরণ এবং তাদের কুরুচিপূর্ণ ছবি তুলা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথেও ঔদ্ধত্যপূর্ণ আচরণ করা হয় এবং চতুর্থ শ্রেণির শিক্ষার্থী অহনা ও বর্ষার সহিত অশালীন আচরণ করা হয়। এছাড়াও সহকারী শিক্ষক মুক্তি বিশ্বাসকে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ভারত গমণের জন্য সহযোগীতা এবং উদ্বুদ্ধ করে। বিভিন্ন প্রকার অসত্য তথ্য সরবরাহ করে তদন্ত কমিটিকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন বলে অভিযোগ রয়েছে। ওই শিক্ষককে বদলিসহ ব্যবস্থা গ্রহণের জন্য দু'টি অভিযোগ পাওয়া গেছে এবং এ ধরনের কার্যকলাপে শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তথা প্রাথমিক শিক্ষার ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩(খ) বিধি মোতাবেক অসদাচরণের আওতায় শাস্তিযোগ্য অপরাধ। (সাময়িক বরখাস্তকৃত) ওই শিক্ষকের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩(খ) বিধি মোতাবেক অসদাচরণের অভিযোগে অভিযুক্ত করা হয়। উল্লেখ্য গত (৫ মার্চ) জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ করা হয়। এব্যাপারে তদন্তকারী কর্মকর্তা তেরখাদা উপজেলা শিক্ষা অফিসার এস এম মতিয়ার রহমান বলেন উদয়ন স্কুলের সহকারী শিক্ষক কিরীটী রায়ের বিরুদ্ধে খুলনা জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে অভিযোগ আসছে। সেই অভিযোগের তদন্তের জন্য শিক্ষা অফিস থেকে আমাকে দ্বায়িত্ব দেওয়া হয়েছে। আগামী বৃহস্পতিবার ২৯ আগস্ট সকাল ১০ টায় উদয়ন স্কুলে শুনানি হবে।