খুলনার কয়রায় পানিতে ডুবে হাবিবা নামের দুবছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলার আমাদী ইউনিয়নের নাকসা গ্রামে এ ঘটনা। শিশু হাবিবা ওই গ্রামের ইদ্রিস আলী সানার মেয়ে। পরিবার সূত্রে জানা গেছে,সকালে খেলার উদ্দেশ্য বের হয় হাবিবা।দুপুরের দিকে প্রতিবেশীদের বাড়ীতে খোঁজাখুজি করেও তাকে পাওয়া জায়নি। পরবর্তীতে তাকে বাড়ীর পুকুরে ভাসতে দেখা যায়। সেখান থেকে উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কয়রা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ রেজাউল করিম বলেন, শিশুটিকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছিল। পরিবারের লোকজন শিশুর মরদেহ নিয়ে বাড়িতে চলে গেছে।