কেশবপুর প্রেসক্লাবের আগামী দ্বিবার্ষিক নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে কেশবপুর প্রেসক্লাবে নির্বাহী কমিটির এক সভা প্রেসক্লাব সভাপতি আশরাফ উজ জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ সভাপতি আবদুল হাই সিদ্দিকী, মোতাহার হোসাইন, যুগ্মসম্পাদক উৎপল দে, আব্দুল্লাহ আল ফুয়াদ, কোষাধ্যক্ষ শামসুর রহমান, দপ্তর সম্পাদক মশিয়ার রহমান, ক্রীড়া সম্পাদক শেখ শাহিনুর রহমান, গ্রন্থাগার সম্পাদক মতিয়ার রহমান, নির্বাহী সদস্য মেহেদী হাসান জাহিদ, শাহীনুর রহমান, মোল্যা আবদুস সাত্তার, আবদুর রাজ্জাক ও আবদুল করিম।
সভায় সর্বসম্মতিক্রমে প্রেসক্লাব নির্বাচন পরিচালনা ও নির্বাচন অনুষ্ঠানে প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য প্রবীণ সাংবাদিক এম্র্র শামসুজ্জামান কে কমিশন প্রধান, মদন সাহা অপু ও আবদুল মোমিন কে সদস্য করে তিন সদস্য বিশিষ্ট কমিশন গঠন করা হয়েছে। সভায় দৈনিক দিনকাল প্রত্রিকার কেশবপুর প্রতিনিধি মাহাবুর রহমান ও দৈনিক তথ্য পত্রিকার কেশবপুর প্রতিনিধি জাকির হোসেন কে সদস্য পদ প্রদান করা হয়েছে।