আমতলী পৌরসভার পরিবেশ দুষন রোধে বিভিন্ন স্থানে বসানোর জন্য সোমবার দুপুরে ১৬টি ডাস্টবিন বিতরন করা হয়। এনএসএস ও ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে রংধনু ইমপ্যাক্ট প্লাস ক্লাব, গ্রাম উন্নয়ন কমিটি ও যুব ফোরামের মাধ্যমে এ ডাস্টবিন বিতরন করা হয়।
সোমবার দুপুরে আমতলী উপজেলা পরিষদ চত্ত্বরে ডাস্টবিন বিতরনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম। এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন আমতলীর এপি ম্যানেজার সুরভী বিশ্বাস, প্রেগ্রাম ম্যানেজার মৃদুল সরকার, কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার টুম্পা মন্ডল, মুক্তা রানী, জয় ও সজিব প্রমুখ।