বরিশালের মুলাদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদদের স্মরণে শোক র ্যালি ও দোয়া মোনাজাত করা হয়েছে। মঙ্গলবার মুলাদী সরকারি কলেজের আয়োজনে পৌর এলাকায় র ্যালি এবং কলেজ মিলায়তনে আলোচনা সভা ও দোয়া করা হয়। এতে সভাপতিত্ব করেন, মুলাদী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হুমায়ুন কবির।
প্রধান অতিথি ছিলেন, আন্দোলনে শহিদ রিয়াজ মাহমুদের মা সাফিয়া বেগম। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুস ছত্তার খান, সদস্য সচিব কাজী কামাল হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবু সালেহ, উপজেলা ইসলামি আন্দোলনের সভাপতি এফ এম মাইনুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সভাপতি আবদুর রব খান, মুলাদী কলেজের সাবেক ভিপি সালাম কবির হাওলাদার, পৌর যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম ঢালী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিউদ্দীন ঢালী, উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছাজেন মাহমুদ প্লাবন প্রমুখ।
সভায় মুলাদী সরকারি কলেজ রোভার স্কাউট দলনেতা মো. আহনাফ রহমান সামিত কলেজে ছাত্র রাজনীতি নিষিদ্ধ এবং বিগত ১৬ বছরের অনিয়ম ও দূর্ণীতির তথ্য প্রকাশ করাসহ ১০ দফা দাবি উপস্থাপন করেন।