রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর বাজারে ইসলামি ব্যাংকের পূর্ণাঙ্গ শাখার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ আগষ্ট) বিকাল ৫টায় আড়ানী কেন্দ্রীয় ঈদগা মাঠে আড়ানী পৌর বাজার ব্যবসায়ী সমিতি ও স্থানীয়দের উদ্দ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন আড়ানী পৌর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী নওশাদ আলী, সিদ্দিক মোল্লা, বাবুল মোল্লা, শহিদ আলী, মঞ্জুর রহমান, চান মিঞা, একরামুল হক, ওয়াজেদ আলী, আড়ানী পৌর কাউন্সিলর রবিউল ইসলাম, আফতাব আলী, সাজদার রহমান, কবীর হোসেন প্রমুখ।
এ বিষয়ে আড়ানী পৌর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী নওশাদ আলী বলেন, দীর্ঘদিন থেকে এখানে ইসলামি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং এর শাখা রয়েছে। এখানে এজেন্ট ব্যাংক নয়, ব্যবসায়ীদের সুবিধার্থে ইসলামি ব্যাংকের পূর্ণাঙ্গ শাখা ব্যাংক স্থাপনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছি।