কচুয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে গজালিয়া ৮ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের পদ সহ আওয়ামী লীগের সকল কর্মকা- থেকে সেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন গজালিয়া ০৮ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার রীনা বেগম।
২৭ আগস্ট দুপুর সাড়ে ১২টার সময় কচুয়া প্রেসক্লাব হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে গজালিয়া ইউনিয়নের নারী ইউপি সদস্য রীনা বেগম তার স্বাক্ষরিত লিখিত বক্তব্যে বলেন, দির্ঘদিন ধরে আমি গজালিয়া ইউনিয়ন ৮ নং ওয়ার্ডের মহিলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্বরত ছিলাম তৎকালীন সময় দেশের ভাবমূর্তি অনুকূলে না থাকায় তাদের অনৈতিক কার্যক্রম দেখে ও বুঝে আমি সহসায় প্রতিবাদ করতে পারিনি।এছাড়াও সংবাদ সম্মেলনের মাধ্যমে তৎকালীন আওয়ামী লীগের বিরুদ্ধে বেস কিছু অভিযোগ এনে গজালিয়া ইউনিয়ন ৮ নং ওয়ার্ডের মহিলা আওয়ামী লীগের পদ সহ আওয়ামী লীগের সকল কার্যক্রম থেকে অব্যাহতি নেওয়ার ঘোষণা দেয় রীনা বেগম।