রাজশাহীর তানোর উপজেলাধীন ৭ টি ইউনিয়ন ইউপির রুরাল এমপ্লমেন্ট এ- রোড মেইনটেন্স কর্মসূচি-৩ (জঊজগচ-৩) শীর্ষক প্রকল্পে ৭০ জন দু:স্থ নারী কর্মীদের মাঝে সার্টিফিকেট বিতরণ ও সঞ্চয়ী অর্থের চেক প্রদান করা হয়। মঙ্গলবার দুপুরের আগে উপজেলা পরিষদ হলরুমে এলজিইডি দপ্তরের আয়োজনে অনুষ্ঠিত হয় সার্টিফিকেট বিতরণ ও চেক ফেরত প্রদান অনুষ্ঠান। উপজেলা প্রকৌশলী সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী অঞ্চল এলজিইডির তত্ববধায়ক প্রকৌশলী শাহাদত হোসেন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোস্তাফিজুর রহমান। এ সময় ৭০ জন দু:স্থ নারী কর্মীদের জনপ্রতি ১ লাখ ২০ হাজার ৮২৩ টাকার চেক প্রদান ও সার্টিফিকেট তুলে দেন ইউএনও। তিনি নারী কর্মীদের বলেন, এটা আপনাদের কষ্টার্জিত টাকা। এটাকা দিয়ে আপনারা এমন কিছু করবেন যাতে করে সংসারে সাচ্ছন্দ্য ফিরে আসে। এ সময় ৭০ জন নারী কর্মী ছাড়াও এলজিইডি অফিসের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।