সাম্প্রতিক সময়ে ভয়াবহ বন্যায় ফেনী, নোয়াখালি, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, দেবিদ্বার, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবা এলাকার ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর পাশে দাঁড়িয়েছেন সরাইলের সম্রাট ফার্ণিশার্সের স্বত্তাধিকারী মৃধা ফয়সাল আহমেদ দুলাল। সরাইল প্রেসক্লাবের আজীবন সদস্য ও মহিলা কলেজের প্রতিষ্ঠাতা সদস্য দুলাল মঙ্গলবার সেনা সদর দপ্তরের লজিস্টিক এরিয়ার সিওডি সামরিক শাখায় ‘সেনাবাহিনীর ত্রান সামগ্রী সংগ্রহ কেন্দ্র’-এ প্রায় দুই লাখ টাকার মালামাল জমা দিয়েছেন। ফয়সাল আহমেদ বলেন, আর্তমানবতার সেবায় বাংলাদেশ সেনাবাহিনী। আমি মনে করি তাদের মাধ্যমে আমার দেয়া সহায়তা বন্যা দূর্গত এলাকায় চরম দু:খে কষ্টে থাকা মানুষজন সঠিক ভাবে পাবেন। বর্তমানে দূর্ভোগে থাকা সকল মানুষ/পরিবার গুলো গরীব বা অসহায় নয়। তারা সকলেই পরিস্থিতির শিকার। যেকোন সময় আমি/আপনি/আমরা ও এমন দুর্যোগের শিকার হতে পারি। তাই আমি শুধু বন্যায় ক্ষতিগ্রস্ত ভাই বোনদের সামান্য সহায়তার চেষ্টা করেছি। সমাজের বিত্তবানদের অনুরোধ করব আসুন আমরা সকলেই তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি।