মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী আবদুল করিম শেখকে আপসারণের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা।
মঙ্গলবার (২৭আগষ্ট) বেলা ১১ টা থেকে ঘন্টাব্যাপী উপজেলার মধ্যপাড়া ইউনিয়ন পরিষদ এর সামনের রাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত মানববন্ধনে শতশত মানুষ একাত্বতা ঘোষনা করে অংশগ্রহণ করেন।
এ সময় মধ্যপাড়া ইউপি সাবেক সদস্য আবদুর রহমান, সাবেক সদস্য চাঁন মিয়া, সাবেক সদস্য মমিন সরদার, সাবেক ইউপি সদস্য হারুন অর রশিদ, বর্তমান ৯নং ওয়ার্ড ইউপি সদস্য জাকির হোসেন, আবদুল হাই সরদার, মুহাম্মদ একরাম হোসেন, কে এম মাহাবুব কাল, আজিজুল খান, মফিজ শেখ, রুহুল আমিন, শিপলু শেখ, সায়েম মাদবর, দেলোয়ার হোসেন, খলিল শেখ, বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, হাজী ওসমান দেওয়ান, আবু বক্কর দেওয়ান, হীরু, লালচাঁন সৈয়াল, শাফায়েত উল্লাহ বেপারীসহ মধ্যপাড়া ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার হাজারো মানুষ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দুর্নীতিবাজ ও দাঙ্গাবাজ ইউপি চেয়ারম্যান আবদুল করিমের দুর্নীতিতে মধ্যপাড়া ইউনিয়নবাসী অতিষ্ঠ।
সে রাতের আঁধারে সীল মেরে চেয়ারম্যান নির্বাচিত হয়ে এলাকায় নানা অনিয়ম ও দূর্নীতি করেছেন।
সে গ্রাম্য সালিশে টাকার বিনিময়ে বিচারের রায় দেন। এলাকাবাসী এসব থেকে বাঁচতে তার অপসারণ দাবি করেছেন। আমরা এই ইউপি চেয়ারম্যানের পদত্যাগ দাবী করছি।
মধ্যপাড়া ইউপি চেয়ারম্যান শেখ আবদুল করিম এলাকায় না থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।