বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ঢাকায় নিহত পিরোজপুরের ৪ শহীদ পরিবারকে জামায়াত ইসলামি আর্থিক সহায়তা দিয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টায় পিরোজপুর সার্কিট হাউজ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রত্যেক পরিবারকে ২ লাখ টাকার চেক প্রদান করেন জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
ওই আন্দোলনে জেলার মঠবাড়িয়া উপজেলার ক্ষুদ্র ব্যবসায়ী শহীদ মো: মামুন খোন্দকারের পক্ষে স্ত্রী সাথী বেগম ও শহীদ ড্রাইভার বাদশা মিয়ার পক্ষে পিতা আ: মজিদ এবং ভান্ডারিয়া উপজেলার শহীদ মো: এমদাদুল হকের পক্ষে পিতা মো: সোবাহান হাওলাদার ও শহীদ মো: রফিকুল ইসলাম মিঠুর পক্ষে পিতা মোশাররফ হোসেন ফকির চেক গ্রহন করেন।
চেক বিতরণ অনুষ্ঠানে পিরোজপুর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে মিয়া গোলাম পরওয়ার বলেন আওয়ামী লীগ দেশের বাইরে থেকে আন্তর্জাতিক দুষ্টচক্রকে কাজে লাগিয়ে দেশকে অস্থিতীশীল করতে চাইছে। আওয়ামী পন্থী বিচারপতিদের এক করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অবৈধ ঘোষনা করাতে চেয়েছিলো। তারা হিন্দু সম্প্রদায়কে মাঠে নামিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করেছে। আনসারদেরকে সচিবালয় ঘেরাও করতে নামিয়েছিলো। তাদের কোন চক্রান্তই আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী, বিপ্লবী ছাত্র-জনতা ও জাগ্রত জনতা সফল হতে দেয়নি, আগামীতেও দিবে না। স্বৈরাচারী হাসিনার চক্রান্তের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থেকে তা রুখে দেওয়ার আহবান জানান তিনি।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ১৫ বছরের জঞ্জাল একদিনে পরিস্কার করা যাবে না। নির্বাচনী পরিবেশ তৈরী করতে বর্তমান সরকারকে সময় দিতে হবে। এমন নির্বাচন করতে দেয়া যাবে না, যাতে ভোটার ভোট দিতে যাবার পথে আওয়ামী লীগ, ছাত্রলীগ বলবে ভোট হয়ে গেছে।
অনুষ্ঠানে জেলা জামায়াতের সেক্রেটারি মোঃ জহিরুল হক এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চলের পরিচালক মুয়াযেযম হোসাইন হেলাল, জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুর রব, আল্লামা সাঈদী ফাউন্ডেশন এর সভাপতি শামীম বিন সাঈদী ও সহসভাপতি মাসুদ বিন সাঈদী।