জেলার মুলাদী ও হিজলা উপজেলা মৎস্য দপ্তরের যৌথ অভিযানে মাছ ধরার বিপুল পরিমান অবৈধ সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে মুলাদীর পাতারচর মরা নদী সংলগ্ন মহিষগুদি গ্রামের নিমাই দাসের ছেলে তপন দাসের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ওই বাড়ি থেকে একটি রাক্ষুসে বেহুন্দী জাল, চারটি গ্রাফি, চারটি ড্রাম ও জালের কাছি জব্দ করা হয়েছে। তিনি আরও জানিয়েছেন, জব্দ করা অবৈধ মালামালের বর্তমান বাজার মূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা।