নগরীতে প্রি-পেইড মিটার স্থাপন সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিদ্যুত ব্যবহারকারীদের পক্ষ থেকে ওজোপডিকোর বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর বরিশালের চাঁদমারি শাখার নির্বাহী প্রকৌশলী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক দেওয়ান আবদুর রশিদ নীলুর নেতৃত্বে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, নির্বাহী সমন্বয়ক আরিফুর রহমান মিরাজ, দপ্তর সম্পাদক রুবিনা ইয়াসমিন, অর্থ সম্পাদক ইয়াসমিন সুলতানা, সাবেক শিক্ষক মাসুদ চৌধুরী, সমাজসেবক বিলিয়ন পলাশ, ছাত্র নেতা আকিউর রহমান লিমন, রাইদুল ইসলাম সাকিবসহ অন্যান্যরা।
শেষে চাঁদমারি বাজারে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দরা বলেন, ইতোমধ্যে বাংলাদেশের বিদ্যুৎখাত লুটপাটের আখরা হিসেবে পরিনত হয়েছে। বিদ্যুৎ গ্রাহকরা প্রতিনিয়ত বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছেন। বরিশালে প্রিপেইড মিটার স্থাপন আর একটি হয়রানির ফাঁদ। বক্তারা আরও বলেন, আমরা রাজধানীসহ দেশের বিভিন্ন শহরে প্রি-পেইড মিটার ব্যবহারকারী ও গণমাধ্যমের সংবাদে অবগত হয়েছি যে, এটা একটি জটিল মিটার। এতে ব্যবহারকারীরা ভোগান্তি ও হয়রানির শিকার হচ্ছেন। প্রাথমিকভাবে ওজোপাডিকো বরিশাল শাখার প্রি-পেইড মিটার স্থাপনের সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য স্মারকলিমি পেশ করা হয়েছে। এ দাবি মেনে না নিলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।