বন্যাকবলিত বানভাসি মানুষের পাশে দাঁড়াতে সবধরনের সহযোগিতার মনোভাব নিয়ে মাঠে নেমেছে বরিশালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা। বন্যার্তদের সহযোগিতায় মাইকিং করেও সাধ্যমতো সহযোগিতা উত্তোলন করছেন শিক্ষার্থীরা। নগরীসহ পুরো জেলাজুড়ে ফুটে উঠেছে এসব চিত্র।
নগরীর রূপাতলীর ধান গবেষণা সড়কে সোমবার দুপুরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) গণত্রাণ কার্যক্রমের প্রচারনাকালে শারীরিক প্রতিবন্ধী এক বৃদ্ধকে (৬৫) দেখা গেছে সাধ্যমতো অর্থ দিয়ে সহযোগিতা করতে। একইসময় অপর এক বৃদ্ধা (৬০) নিজের জন্য ক্রয় করা নতুন শাড়ি কাপড় বন্যার্তদের জন্য দিচ্ছেন। প্রায় একই সুরে ওই দুই বৃদ্ধর দাবি, সৃষ্টিকর্তা আমাদের এখন পর্যন্ত ভাল রেখেছে। কিন্তু যেসব এলাকায় বন্যা দেখা দিয়েছে, সেখানকার মানুষের আর দুর্ভোগের শেষ নেই। তাই তারা বন্যার্তদের পাশে থাকার জন্য তাদের সাধ্যমতো সহযোগিতা করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, নগরীসহ জেলার বিভিন্ন এলাকার গণত্রাণ কার্যক্রমে শিশুরা ত্রাণ নিয়ে ছুটে আসে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের অর্থ ও ত্রাণ সংগ্রহ কার্যক্রমে গত পাঁচদিনে অর্থ সংগ্রহ হয়েছে ১৯ লাখ ৪১ হাজার ৯১৯ টাকা। এ ছাড়া আলাদাভাবে বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বিভাগ অর্থ সংগ্রহ করেছে। সূত্র মতে, গত ২২ আগস্ট থেকে কয়েকটি সংগঠন বরিশালের বিভিন্ন জায়গায় অর্থ ও ত্রাণ সংগ্রহ শুরু করে। এরপর ২৪ ও ২৫ আগস্ট গণত্রাণের কার্যক্রম শুরু করে বিশ্ববিদ্যালয়ের সংগঠনগুলো।
সংগঠনগুলোর এক সমন্বয়ক জানান, গণত্রানে স্বতঃস্ফুর্ত ভাবে অংশগ্রহণ করেছেন বরিশালবাসী। বন্যার্তদের জন্য তারা যে জামা কাপড় দিয়েছেন তাতে প্রায় তিন ট্রাকের মতো হবে। এ ছাড়া বিভিন্ন কোম্পানি থেকে শুকনা খাবারও দিয়েছেন। অর্থও জমা হয়েছে। তাদের দেওয়া অর্থ ও ত্রাণ আমরা বন্যা কবলিত মানুষের কাছে পৌঁছে দিবো। আগামী ২৮ আগস্ট ভোররাতে আমরা ৩০ জনের একটি দল বন্যা দুর্গত এলাকায় রওনা দিবো। যেখানে ছয়জন করে পাঁচটিস্থানে গিয়ে আমরা বন্যার্তদের সাহায্য করবো।