 
		
	পিরোজপুরের কাউখালী উপজেলার উত্তর নিলতী সমতট মাধ্যমিক বিদ্যালয়ের সাময়িক বরখাস্তকৃত প্রধান শিকক মোঃ মিজানুর রহমান এর অপসারণের দাবীতে বিদ্যালয়ের ছাত্র/ছাত্রী, এলাকাবাসী ও অভিভাবকরা মঙ্গলবার (২৭ আগষ্ট) সকাল সাড়ে দশটায় বিদ্যালয়ের সামনের সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে। মানব বন্ধন কর্মূচিতে বক্তব্য রাখেন উত্তর নিলতী সমতট মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী মিম আক্তার, ছাদিয়া আক্তার, ৭ম শ্রেনীর ছাত্র আলফির হোসেন, ছাত্র অভিভাবক রাজ্জাক তালুকদার, এলাকাবাসী জাকির হোসেন মিঠু, আবদুর রশিদ, মোশারেফ হোসেন খোকন মোল্লা, জিয়াউল হাসান হিরু প্রমূখ। এ সময় বক্তারা বলেন, অনিয়ম ও দূর্ণীতির দায়ে বিদ্যালয় পরিচালনা কমিটি গত ১৯ মে ২০২৪ তারিখ প্রধান শিক্ষক মিজানুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করে এবং আর্থিক দূর্ণীতির মামলায় সে আটক হয়ে জেল হাজতে থেকে সম্প্রীতি জামিনে বের হয়েছে। ছাত্র অভিভাক রাজ্জাক তালুকদার বলেন, তিনি নিয়মিত বিদ্যালয়ে আসেন না। এ ছাড়া ভূয়া ভাউচার দিয়ে টাকা আত্মাসত করে যাহা তদন্তের মাধ্যমে প্রমানিত হয়েছে। এলাকাবাসী জাকির হোসেন মিঠু বলেন, একজন প্রধান শিক্ষক তার দূর্ণীতির দায়ে বরখাস্ত এবং জেল খাটে এর রকম শিক্ষক দিয়ে একটা বিদ্যালয় পরিচালনা করা সম্ভব না। এভাবে চলতে থাকলে বিদ্যালয়টি ধ্বংস হয়ে যাবে তাই অনতিবিলম্বে তার পদত্যাগ দাবী জানাছি। দশম শ্রেণীর ছাত্রী মিম ও ছাদিয়া আক্তার বলেন, স্যার নিয়মিত স্কুলে আসেনা এবং আমাদের সাথে দূর্ব্যহার করেন, ফরম ফিলাপে অতিরিক্ত টাকা নেন। মানববন্ধন শেষে বিদ্যালয়ের সামনের সড়কে এক বিক্ষোভ মিছিল শেষে ছাত্র ছাত্রী ও অভিভাবকরা আগামী এক সপ্তাহের মধ্যে প্রধান শিক্ষক পদত্যাগ না করলে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।