রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামি ও ইসলামি ছাত্রশিবির নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন মঙ্গলবার (২৭ আগস্ট) প্রত্যাহার করা হতে পারে।
নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য প্রয়োজনীয় সব প্রশাসনিক কর্মকা- ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সম্পন্ন হয়ে গেছে জানিয়ে গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামি নিযুক্ত আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
শিশির মনির বলেছেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাদের জানিয়েছে সব প্রশাসনিক কর্মকা- সম্পন্ন হয়েছে। সোমবার জন্মাষ্টমী উপলক্ষে সরকারি ছুটির দিন গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী আমরা আশা করছি, মঙ্গলবার (২৭ আগস্ট) অথবা দ্রুততম সময়ের মধ্যে তারা আরেকটি প্রজ্ঞাপন জারি করে অতীতে জারি করা প্রজ্ঞাপনটি বাতিল ঘোষণা করবে। তারা বিষয়টি আমাদের নিশ্চিত করেছে।’
প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত কোটা সংস্কার আন্দোলন, সরকার পতনের আন্দোলনে রূপ নিলে গত ১ আগস্ট বাংলাদেশ জামায়াতে ইসলামী, ছাত্রশিবির ও অন্য অঙ্গসংগঠনগুলোকে নিষিদ্ধ ঘোষণা করে আওয়ামী লীগ সরকার। সন্ত্রাসবিরোধী আইনের ১৮(১) ধারায় নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।