দেশের অন্যতম শীর্ষ নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি ব্যবসা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। ব্যবসা সম্প্রসারণের অংশ হিসেবে কোম্পানিটি তার বিদ্যামান ব্যবসার পাশাপাশি ইসলামিক শরীয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা চালু করবে। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে গত রোববার অনুষ্ঠিত কোম্পানির ১৫৩তম পর্ষদ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সব নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে এ সিদ্ধান্ত কার্যকর হবে। ইসলামিক ফাইন্যান্স উইন্ডো চালু করার জন্য কোম্পানির সংঘবিধি ও সংঘস্মারকের সংশ্লিষ্ট ধারায় সংশোধন আনতে হবে। এজন্য শেয়ারহোল্ডারদের সম্মতি নিতে বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। আগামী ১৪ অক্টোবর (সোমবার) বেলা ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমে এ এজিএম অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৮ সেপ্টেম্বর (বুধবার।