আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে বিদ্যুৎ খাতে চলেছে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি। এর মাত্রা এমন পর্যায়ে পৌঁছেছে যে এসব ঘটনাকে লুটপাটের মহোৎসব হিসাবে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা। একটি জাতীয় দৈনিক থেকে জানা যায়, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এক যুগ ধরে এর নেতৃত্ব দিয়েছেন একটি মাফিয়া সিন্ডিকেটের। একটি বিদ্যুৎ প্রকল্প হাতে নেওয়া থেকে শুরু করে অনুমোদন পর্যন্ত কমপক্ষে ২০টি ধাপে ওই সিন্ডিকেটকে টাকা দিতে হতো। এর মধ্যে ছিল প্ল্যানিং, সাইট ভিজিট, মেশিনপত্র অনুমোদন দেওয়া, নেগোসিয়েশন, প্রকল্পের সাইট সিলেকশন, মাটি ভরাট, জমি ক্রয়, বিদ্যুৎ ক্রয়ের দরদাম ঠিক করা, বিদ্যুৎ উৎপাদন শুরু করা বা কমিশনিং, মন্ত্রণালয়ে রিপোর্ট পাঠানো, ক্রয় অনুমোদন, বিল অনুমোদন, বিল ছাড় করা-অর্থাৎ প্রতিটি খাতে এ সিন্ডিকেটকে টাকা দিতে হতো। আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে গত ১৫ বছরে বিদ্যুৎ, জ্বালানি তেল ও গ্যাসের দাম বেড়েছে উপর্যুপরি। গ্রাহক পর্যায়ে এ পর্যন্ত তারা বিদ্যুতের দাম বাড়িয়েছে মোট ১৪ বার। ২০১০ সালে শহরাঞ্চলের একটি পরিবারকে জ্বালানি ও বিদ্যুৎ পেতে গড়ে প্রতি মাসে ৭৪৭ টাকা ব্যয় করতে হতো। ২০২২ সালে জ্বালানি ও বিদ্যুতায়নে ওই শহুরে পরিবারের গড় মাসিক ব্যয় দাঁড়ায় ২ হাজার ১৫০ টাকা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো তাদের ‘ফাইনাল রিপোর্ট হাউজহোল্ড ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার সার্ভে ২০২২’ প্রকাশনায় এ তথ্য দিয়েছে (বিবিএস, ১৪ ডিসেম্বর ২০২৩, পৃ-৪২)। স্পষ্টতই দৃশ্যমান যে, বিদ্যুৎ ও জ্বালানি খাতে শহুরে নাগরিকদের ব্যয় প্রায় তিন গুণ বেড়ে গেছে এক যুগের ব্যবধানে। পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, গ্রামের ক্ষেত্রেও ব্যয়বৃদ্ধির হার প্রায় কাছাকাছি। সরকার রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ঘনিষ্ঠ ব্যবসায়ী মহলের ‘অলিগোপলি’ তৈরি করেছিল। তারা বিদ্যুৎ-জ্বালানি খাতকে কুক্ষিগত করে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে। সব খাতে ভুয়া ব্যয় ও খরচের পরিমাণ বাড়তি দেখিয়ে ভর্তুকির অজুহাতে উপর্যুপরি মূল্যবৃদ্ধির বোঝা চাপিয়ে দেয়। অথচ ওই ভর্তুকিও দেয়া হতো জনগণের করের অর্থ থেকে। এ দুর্নীতি ও লুটপাটের খবর কিছু কিছু ক্ষেত্রে প্রকাশ পেয়ে যায়। জনমনে স্বস্তি প্রতিষ্ঠিত করতে হলে ও সার্বিক অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে হলে প্রাথমিক পর্যায়ে থাকা সব এলএনজি, কয়লা, তেল, বিদ্যুৎ ও বিদ্যুৎ আমদানি প্রকল্প বাতিল করতে হবে। সব রেন্টাল ও কুইক রেন্টাল বিদ্যুতের ক্যাপাসিটি চার্জ প্রদান বন্ধ করতে হবে। বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি তেলের মূল্য অন্তত এক-তৃতীয়াংশ হ্রাস করতে হবে। বিইআরসি আইন সংশোধন ও সব ধরনের বিদ্যুৎ, জ্বালানির মূল্যহার বিইআরসি কর্তৃক গণশুনানির মাধ্যমে নির্ধারণ করতে হবে।