রংপুরের পীরগাছার পাওটানাহাট আলহেরা মডেল মাদ্রাসার উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলার পাওটানাহাট অগ্রণী ব্যাংক লি: সংলগ্ন মাদ্রাসা মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শাহ জাহান সিরাজ মাসুদ। প্রধান শিক্ষাক সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন, পাওটানা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু বক্কর সিদ্দিক, মেকুড়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আল আমিন মেজবাহ, স্থানীয় ছাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, পাওটানাহাট দোকান মালিক ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক নুর আলম সিদ্দিকী, আলহেরা মডেল মাদ্রাসার ম্যানেজিং ডিরেক্টর রুবেল মিয়া প্রমুখ। অনুষ্ঠানে ২০২৩ সালের মাদ্রাসা বৃত্তি ফাউন্ডেশন পীরগাছা উপজেলায় বৃত্তি পরীক্ষায় আলহেরা মডেল মাদ্রাসার ৩৫ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান, সনদ প্রদান ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।