ভারতে পালিয়ে যাওয়ার সময় খুলনার রুপসা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চঞ্চল কুমার মিত্রকে বিজিবি সদস্যদের হাতে আটক হয়েছে। সে খুলনার দুর্নীতিবাজ সাবেক এমপি সালাম মুর্শিদীর পিএস। ২৬ আগস্ট ২০২৪ তারিখ দুপুরের দিকে ভোমরা আইসিপি দিয়ে ভারতে গমনকালে খুলনার রুপসার থানার তিলক গ্রামের সাধন কুমারের ছেলে চঞ্চল কুমার মিত্রকে সন্দেহ জনক ভাবে আটক করে জিজ্ঞাসাবাদে সে তার পরিচয় নিশ্চিত করে। সে খুলনার দুর্নীতিবাজ সাবেক এমপি সালাম মুর্শিদীর একান্ত সচিব (পিএস) বলে দাবি করে। উল্লেখ্য যে, সাবেক ফুটবলার ও সংসদ সদস্য সালাম মুর্শিদীর বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর অর্থ আত্মসাৎ এর মামলা/ অনুসন্ধান চলমান। একই এলাকার বাসিন্দা এবং একান্ত সহকারী হিসেবে চঞ্চল কুমার মিত্র সালাম মুর্শিদীর অপকর্মের সহযোগী হিসেবে পরিচিত। সাতক্ষীরা ব্যটালিয়ন ৩৩বিজিবির অধিনায়ক পিবিজিএম, পিএসসিজি, লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক বলেন- প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে মারামারির জন্য খুলনার রূপসা থানায় আটক চঞ্চল কুমার মিত্রের বিরুদ্ধে একটি মামলা চলমান রয়েছে রয়েছে।