পটুয়াখালীর গলাচিপায় নানা আয়োজনে উৎসবমুখর পরিবেশে ধর্মীয় ভাবগাম্ভির্যের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে। এ উপলক্ষে গলাচিপা কেন্দ্রীয় কালীবাড়ি মন্দির কমিটির আয়োজনে সোমবার ভোর ৬টায় মন্দিরে মঙ্গলঘট স্থাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মন্দিরে চলে যজ্ঞানুষ্ঠান। পরে বিকাল ৫টায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষের নানা সাজে সজ্জিত শোভাযাত্রাটি গলাচিপা কেন্দ্রীয় কালীবাড়ি মন্দির আঙ্গিণা থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
শোভাযাত্রায় অংশ নেন সহকারী পুলিশ সুপার (গলাচিপা সার্কেল) মোর্শেদ তোহা, ্উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্ধিকুর রহমান, বিএনপি নেতা মো. সোহরাব মিয়া, মো. রফিক খান, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শাহিন খন্দকার ও আসাদুজ্জামান সবুজ, দপ্তর সম্পাদক পঙ্কজ দেবনাথ, বিএনপি নেতা মো. নেছার রাড়ি, পৌর বিএনপির সভাপতি মো. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মো. জসিম খান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আশিষ কুমার সাহা, গলাচিপা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান রিচার্ড, গণঅধিকার পরিষদের উপজেলা শাখার আহ্বায়ক মো. হাফিজুর রহমান, সদস্য সচিব মো. শোয়েব মাষ্টার, গলাচিপা কেন্দ্রীয় কালীবাড়ি মন্দির কমিটির সাধারণ সম্পাদক তাপস দত্ত, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সমিত কুমার দত্ত মলয়, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সমির কৃষ্ণ পাল প্রমুখ। এ ছাড়া সনাতন ধর্মাবলম্বী শত শত নারী-পুরূষ শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রা শেষে মন্দির আঙ্গিণায় ভক্তবৃন্দের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।