কুষ্টিয়ায় ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে। জেলার কুষ্টিয়া সদর, মিরপুর, ভেড়ামারা, দৌলতপুর, কুমারখালী, খোকসা ও ইসলামি বিশ্ববিদ্যালয়ে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়। নানা আয়োজনের মধ্য দিয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালন করে জেলার সকল উপজেলাসহ ইসলামি বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বীরা।
সোমবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় ইসলামি বিশ্ববিদ্যালয় থানা সংলগ্ন এলাকায় জন্মাষ্টমীর পূজা আনুষ্ঠানিকতা শুরু হয়। এ সময় ইবি’র সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহিদদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করা হয়। বন্যার কারণে এবছর স্বল্প পরিসরে পূজার আয়োজন করা হয়।