" আর নয় হিংসা আর নয় সংঘাত বৈষম্যহীন স্বাধীন গনমাধ্যম চাই” এই স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন গোয়ালন্দের কর্মরত গণমাধ্যমকর্মীরা। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা- খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাজার বাসষ্ট্যান্ড সড়কে বসুন্ধরা গ্রুপের ইস্ট ওয়েস্ট মিডিয়া লিমিটেডসহ দেশের বিভিন্ন গনমাধ্যম কর্মীদের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তব্য রাখেন কালের কন্ঠের গোয়ালন্দ প্রতিনিধি গণেশ পাল, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি বৈশাখী টেলিভিশনের সংবাদদাতা আজু শিকদার, যুগান্তরের জেলা প্রতিনিধি হেলাল মাহমুদ, প্রমুখ। বক্তারা এ সময় বলেন, ইস্ট ওয়স্ট মিডিয়া লিমিটেডের উপর যে হামলা ও ভাঙ্গচুর করা হয়েছে আমরা এর তীব্র নিদা জানান। সেই সাথে গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।