নওগাঁর রাণীনগর থানা বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নি সংযোগের অভিযোগে আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের ১১৬নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোসারব হোসেন বাদী হয়ে এই মামলা দায়ের করেন।
দায়েরকৃত মামলা সুত্রে জানা যায়,শনিবার রাত সাড়ে ১১টা নাগাদ উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় থানা বিএনপির দলীয় কার্যালয়ে কাজ শেষে নেতা-কর্মীরা বাড়ীতে চলে যাচ্ছিলেন। এ সময় আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে জিয়াউর রহমান,বেগম খালেদা জিয়ার ছবি এবং চেয়ার,টেবিল,এলইডি টিভিসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙ্গচুর,ককটেল বিস্ফোরন ও অগ্নিসংযোগ করে চলে যায়।এতে লক্ষাধীক টাকার ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এমন অভিযোগে সোমবার দুপুরে সাবেক এমপি আনোয়ার হোসেন হেলালের ছেলে রাণীনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য রাহিদ সরদার,যুবলীগ নেতা জাকির হোসেনসহ ৫৬জনকে এজাহারনামীয় এবং আরো ৫০/৬০জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
রাণীনগর থানার ওসি (ভারপ্রাপ্ত) ইন্সপেক্টর (তদন্ত)মেহেদি মাসুদ বলেন,থানা বিএনপির দলীয় কার্যালয়ে ভাংচুর,অগ্নি সংযোগের অভিযোগে থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোসারব হোসেন বাদী হয়ে এজাহারনামীয় ৫৬জন এবং আরো ৫০/৬০জনকে অজ্ঞাতনামা আসামি করে সোমবার দুপুরে মামলা দায়ের করেছেন। মামলাটি সুষ্ঠু তদন্ত করা হচ্ছে। তবে এ ঘটনায় কেউ গ্রেপ্তার নেই বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।