ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের বাংলাদেশ প্রতিদিন,কালের কন্ঠ,নিউজ-২৪এ হামলা ও ভাংচুরের প্রতিবাদে সোমবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী স্টেশনরোড এলাকায় এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। টঙ্গীতে কর্মরত গণমাধ্যম কর্মীদের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে টঙ্গী ও গাজীপুর জেলার সাংবাদিকসহ টঙ্গী সরকারি কলেজ এ- বিশ্ববিদ্যালয়, উত্তরা হাইস্কুল এ- কলেজ এর শিক্ষার্থীরা অংশ নেন। অনুষ্ঠানে বাংলাদেশ প্রতিদিনের টঙ্গী প্রতিনিধি মো: আফজাল হোসেন এর সভাপতিত্বে,সাংবাদিক মোহাম্মদ আলম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন,বাংলাদেশ সমাচারের টঙ্গী প্রতিনিধি বি.এম আশিক হাসান, দৈনিক যুগান্তরের টঙ্গী পূর্ব থানা প্রতিনিধি লুৎফুজ্জামান লিটন, বাংলা টিভির টঙ্গী প্রতিনিধি তাওহিদ কবির,দৈনিক আজকের পত্রিকার টঙ্গী প্রতিনিধি নাঈমুল হাসান,দৈনিক সমকালে টঙ্গী প্রতিনিধি আবু সালেহ মুছা,দৈনিক বাংলাদেশ বিজনেস এর টঙ্গী প্রতিনিধি কালিমুল্লাহ ইকবাল, নিউজ-২৪ এর জেলা প্রতিনিধি মো:জাহাঙ্গীর আলম, যমুনা টিভির জেলা প্রতিনিধি পলাশ প্রধান, দৈনিক যুগান্তরের টঙ্গী পশ্চিম থানা প্রতিনিধি মো: জাকির হোসেন, দৈনিক জবাব দিহির টঙ্গী প্রতিনিধি মূণাল চৌধুরী সৈকত দৈনিক প্রথম ভোরের টঙ্গী প্রতিনিধি হাজী মনির,গাজী টিভির নগর প্রতিনিধি সাব্বির আহম্মেদ সূবির,বাংলাদেশ খবরের টঙ্গী প্রতিনিধি মোহাম্মদ আলী ভূইয়া,দৈনিক কালের কন্ঠের নগর প্রতিনিধি রিপন আনসারী। কর্মসূচিতে অন্যান্য সাংবাদিকদের মধ্যে আরো উপস্থিত ছিলেন,বাংলাদেশ সংবাদের টঙ্গী প্রতিনিধি শাহজালাল,দৈনিক আলোকিত সকালের স্টাফ রিপোর্টার কাজী আশরাফুল আলম, দৈনিক রুপবানির জাহিদ হাসান,ঢাকা ক্রাইমের পাবেল,দৈনিক দেশবাংলার স্টাফ রিপোর্টার নাদিম খান,দৈনিক সংবাদ মোহনার তাওহিদুল ইসলাম,ঢাকা টাইমস এর মো: রাজীব,দৈনিক দেশ বর্তমানের লিটন মিয়া,দৈনিক বর্তমানের মোস্তাকিন খান,যুগান্তরের আনোয়ার মাস্টার,আওলাদ হোসন,হানিফ ঢালি শিক্ষার্থী মো: ফাহিম ও আদর প্রমূখ। সমাবেশে বক্তারা দেশের জনপ্রিয় প্রতিষ্ঠান ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের কার্যালয়ে ন্যক্কারজনক সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একইসঙ্গে হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিসহ দেশের ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপসহ সকল গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত ও দেশে অনিয়ম দুর্নীতি এবং বৈষম্য রোধে গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার দাবি জানান।