কেশবপুর প্রেসক্লাবে হামলা ভাংচুরের ঘটনার পর শনিবার প্রেসক্লাবে আসেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক কেশবপুরের কৃতী সন্তান অমলেন্দু দাস অপু। তিনি প্রেসক্লাবে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং জড়িতদের শাস্তির দাবি জানান। তিনি সাংবাদিক দের বসার জন্য ১০ টি চেয়ার দেয়ার প্রতিশ্রুতি দেন। রোববার বিকেলে স্থানীয় বিএনপি নেতা শাহাবুদ্দিন বাবলু চেয়ার হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ জামান খান, সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী, যুগ্ম সম্পাদক উৎপলদে,কোষাধ্যক্ষ শামসুর রহমান, দপ্তর সম্পাদক মশিয়ার রহমান, সাংবাদিক আবদুল মোমিন প্রমুখ।