নওগাঁর মান্দায় চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্য নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করে সোমবার দুপুরে উপজেলার সাহাপুর ডিএ উচ্চবিদ্যালয়ের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) মান্দা উপজেলা শাখার আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রধান শিক্ষক গোলাম সোরয়ার স্বপন।
সভায় অন্যদেন মধ্যে বক্তব্য দেন প্রধান শিক্ষক সদরুল ইসলাম ও নাসির উদ্দিন সরদার, সহকারী শিক্ষক মাষ্টার এনামুল হক ও আমিনুল ইসলাম। মতবিনিময় সভায় বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরাসহ উপজেলার মাধ্যমিক পর্যায়ের প্রধান ও সহকারী শিক্ষকরা অংশগ্রহণ করেন।
পরে উপস্থিত শিক্ষকদের মতামতের ভিত্তিতে একটি তদারকি কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।